ইতিহাস গড়লো বাংলাদেশ; নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়।


না ডরাইলে কিসের ভয়, লড়াই শেষেই আসবে জয়!


৯ টেস্ট, ১৬ ওয়ানডে, ৭ টি টোয়েন্টি - মিলে টানা ৩২ ম্যাচে হার শেষে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। তাও ক্রিকেটের অভিজাত ফর্মেটে। এক গৌরবময় ইতিহাস গড়লো বাংলাদেশ। 


কিউই পাখির দেশ, এই দেশে সফর করে কটা ক্রিকেট দল সাফল্য নিয়ে ফিরেছে। পরিসংখ্যানের খাতায় এই সংখ্যা নগন্য। সেখানে ১১ বছর পর নতুন দল হিসেবে যুক্ত হলো বাংলাদেশের নাম। সর্বশেষ ১১ বছরে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিততে পারে নি কোনো দল। নতুন ইতিহাস গড়ে কিউইদের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ। তরুনদের কাঁধে ভর করে আরও একবার বিজয়ের ঝান্ডা উড়ালো টাইগার বাহিনি। 


মাউন্ট মঙ্গনুইয়ে বাংলাদেশের বিজয়ের আভাস মিলেছিল দ্বিতীয় দিনেই। কিউইদের দ্রুত বিদায় করা এবং বাংলাদেশের দূর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের জয়ের আসা বারতে থাকে খনে খনে। এরপর তো বাংলাদেশ হয়ে ওঠে অপ্রতিরোধ্য। নিউজিল্যান্ডকে কোনঠাসা করে ফেলেন বাকি সময়ে। নিউজিল্যান্ড শেষ লড়াই চালালেও বাংলাদেশের বিপক্ষে পেরে ওঠে নি। তবে বাংলাদেশ যে এত সহজে জিতে জাবে তা ছিল অকল্পনীয়। পুরো দুই সেশন হাতে রেখেই তাসমান পারে বিজয় উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। 


ওরা প্রমান করলো না ডরাইলে কিসের ভয়, লড়াই শেষেই আসবে জয়। অভিনন্দন টিম বাংলাদেশ। 


সংক্ষিপ্ত স্কোরঃ নিউজিল্যান্ড ৩২৮/১০(১০৮.১)

বাংলাদেশ ৪৫৮/১০(১৭৬.২)

নিউজিল্যান্ড ১৬৯/১০(৭৩.৪)

বাংলাদেশ ৪২/২(১৬.৫)


৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশের🇧🇩🇧🇩🇧🇩

নবীনতর পূর্বতন